Home / খবর / ইরানে ভূমিকম্পের আঘাত

ইরানে ভূমিকম্পের আঘাত

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগানে শনিবার আঘাত হেনেছে ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি বিভাগের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টা ৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পারস্য উপসাগরীয় দ্বীপ কিশ এবং চারাক বন্দরের মধ্যবর্তী ৫৪.০৩ ডিগ্রী দ্রাঘিমাংশ এবং ২৬.৫২ ডিগ্রী অক্ষাংশের মধ্যে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে ইরান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। অতীতে দেশটি অনেক ভয়াবহ ভূমিকম্প প্রত্যক্ষ করেছে।

Check Also

মোমেন দেশবাসীর কাছে কৌতুক অভিনেতায় পরিণত হয়েছেন: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ না, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা বেহেশতে …

Leave a Reply

Your email address will not be published.